নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাটঃঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মসজিদের বাজার কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিকাল তিনটায় নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মসজিদের বাজারের দীর্ঘদিনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বাজার কমিটির কোষাধ্যক্ষ মাওলানা হাফিজ নজমুল ইসলাম হাসান। এসময় আঙ্গারজুর মাঝপাড়া জামে মসজিদ কমিটির পক্ষে হারুন অর রশিদ বৈঠকে উপস্থিত সকলকে অবহিত করেন যে, ১৯৯০ সালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী নন্দীরগাঁও ইউনিয়নের তৎকালীন মুরব্বিয়ানদের উদ্যোগে দশটি মসজিদের আর্থিক অনুদানে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পশ্চিম পাশে আঙ্গারজুর মৌজায় দশগাঁও মসজিদের নামে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। ওই বাজারের নাম রাখা হয় মসজিদের বাজার। মসজিদের বাজারে অংশীদার মসজিদ গুলো হলো আঙ্গারজুর পশ্চিম পাড়া জামে মসজিদ, আঙ্গারজুর মাঝপাড়া জামে মসজিদ, আঙ্গারজুর পূর্ব পাড়া জামে মসজিদ, লামাপাড়া জামে মসজিদ, কচুয়ারপার জামে মসজিদ, কদমতলা জামে মসজিদ, নয়াগাঁও মাঝপাড়া জামে মসজিদ, নওয়াগাওঁ উত্তর পাড়া জামে মসজিদ, নন্দীরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ ও নন্দীরগাঁও পুর্ব পাড়া জামে মসজিদ। তিনি আরো জানান, সে সময় ওই দশ মসজিদের নামে ১০ বিঘা জমি ক্রয় করে বাজারে রুপান্তরিত করা হয়। মসজিদের বাজারের যাবতীয় আয় উল্লেখিত দশ মসজিদের কাজে ব্যয় করা হয়। তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর উক্ত জমি মসজিদের বাজারের দখলভূক্ত ছিল। সাম্প্রতিক সময়ে মসজিদের বাজারের কিছু জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। দশটি মসজিদের জমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উপস্থিত অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করলে স্থানীয় নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার জন্য দায়িত্ব দেয়া হয়। পরে মসজিদের বাজারের সঞ্চিত ১ লাখ ১০ হাজার টাকা আয় থেকে ১০টি মসজিদে ৯০ হাজার টাকা প্রতিটি মসজিদের পক্ষে মুতাওয়াল্লী ও কোষাধ্যক্ষকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন। উক্ত বিষয় সম্পর্কে নানা পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, আঙ্গারজুর পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সমুজ মিয়া, হাজী রফিক আহমদ, আঙ্গারজুর মাঝপাড়া জামে মসজিদ কমিটির আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আঙ্গারজুর পূর্ব পাড়া জামে মসজিদ কমিটির নিজাম উদ্দিন মেম্বার, আব্দুল মালিক, লামাপাড়া জামে মসজিদ কমিটির মনির উদ্দিন, রফিক মিয়া,কদমতলা জামে মসজিদ কমিটির বিরাই মিয়া, ফেরুজ মিয়া,কচুয়ারপার জামে মসজিদ কমিটির লারু মিয়া, সিরাজ উদ্দিন, আলকাছ মিয়া, জিয়াউল হক জিয়া, নয়াগাঁও মাঝপাড়া জামে মসজিদ কমিটির আব্দুল জব্বার, সাবেক মেম্বার সৈয়দ লুৎফুর রহমান, নয়াগাঁও উত্তরপাড়া জামে মসজিদ কমিটির মজর আলী, মোঃ নাছির উদ্দীন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, নন্দীরগাঁও জামে মসজিদ কমিটির চান মিয়া, ফজর আলী, নন্দীরগাঁও পুর্ব পাড়া জামে মসজিদ কমিটির মাওলানা ইব্রাহীম ও ইনসান আলী প্রমুখ।