সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
অনলাইন ডেস্ক :; চট্টগ্রামের মীরসরাইয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়কে গাড়ির মালামাল লুট ও ডাকাতির ঘটনার সূত্র ধরে র্যাবের টহল দল এর সঙ্গে একদল ডাকাবের মুখোমুখি বন্দুকযুদ্ধ হয় বুধবার রাত ১২টায় মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় । এ সময় ডাকাত দলের অনেকে পালিয়ে গেলেও ৩২ বছরের এক যুবক পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়। উক্ত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে র্যাব-৭-এর মীরসরাই এলাকার দায়িত্বরত এএসপি মাহমুদুল হাসান বলেন,
মহাসড়কে গাড়ির মালামাল লুট ও ডাকাতির ঘটনার সূত্র ধরে র্যাবের টহল দলের সঙ্গে একদল ডাকাবের মুখোমুখি বন্দুকযুদ্ধ হয়। এ সময় ডাকাত দলের অনেকে পালিয়ে গেলেও ৩২ বছরের এক যুবক গুলিবিদ্ধ হন।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দলের ফেলে যাওয়া ২টি দেশীয় বন্দুক, ১১ রাউন্ড গুলি, ২টি কিরিচসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, উক্ত ঘটনায় নিহত ডাকাতের মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এখনও তার পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি