সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :; চীনকে কড়া বার্তা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত শান্তি চায়। কেউ উসকানি দিলে, যে কোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত। তিনি বলেন, সেনাদের বলিদান বৃথা যাবে না।
বুধবার টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মোদি বলেন, ‘চীনের সঙ্গে সংঘর্ষে আমাদের সেনারা নিহত হয়েছে বলে দেশ গর্ব করবে। আমি জাতিকে নিশ্চিত করতে চাই যে আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। আমাদের জন্য ঐক্য ও দেশের স্বার্বভৌত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিবিসি জানিয়েছে, সোমবার রাতে চীনা সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই দেশের সেনারা সংঘর্ষে বাঁশ ও লাঠি ব্যবহার করেছে। উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো গুলি ব্যবহার করেনি।
ভারতীয় সেনাবাহিনী হতাহতের খবর জানালেও চীনের পক্ষ থেকে কোনো বিস্তারিত জানানো হয়নি।
ভারত জানিয়েছে আহত সেনারা অতি উচ্চতায় তাপমাত্রা শূন্যে নেমো আসায় মারা গেছেন।
এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মোদি। আগামী শুক্রবার বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর এক টুইটে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি