সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
গেল ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে কুপোকাত গোটা বিশ্ব।
সেই ভাইরাসের ছোবলে আমেরিকা, ব্রাজিল আর রাশিয়ার পর সবচেয়ে বেশি ধরাশায়ী দেশ ভারত।
এমন পরিস্থিতিতে ‘জি৪ ইএ এইচ১এন১’ নামক ভাইরাসের অশনিসংকেত বাজছে সেই চীন থেকেই। শুকর থেকে যেটি মানুষের শরীরে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
বিষয়টিকে করোনার মতো আরেকটি মহামারি হিসাবে উল্লেখ্য করে চীনের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
ভারতের সাবেক এই অফস্পিনার মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের টুইট শেয়ার করে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘যখন পুরো বিশ্ব কোভিড ১৯ সামাল দিতে হিমশিম খাচ্ছে। চীন আমাদের জন্য আরেকটি ভাইরাস প্রস্তুত করে ফেলেছে।’
উল্লেখ্য, লাদাখ সীমান্তে চীন সঙ্গে ভারতের পরিস্থিতি এখন যুদ্ধংদেহী অবস্থা। চীনা পণ্য বয়কটের ঘোষণায় সোচ্চার ভারতীয়রা। চীন-বিদ্বেষে প্রথম থেকেই অংশ নিয়েছেন হরভজন সিং।
প্রতিনিয়তই চীনবিরোধী পোস্ট দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
এবার নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের খবর শোনার পর চীনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি