সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন ধরে প্রেম করে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বেন কাটিং ও তার বান্ধবী ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ড। শনিবার নিউসাউথ ওয়েলসে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ডকে শনিবার বিকালে বিয়ে করেন।
গত বছরই বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল এই জুটির; কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে দুইবার বিবাহ স্থগিত করা হয়। এরিন বারবার বলেছিল যে, তার পরিবার এবং বন্ধুদের উভয়েরই নিরাপত্তা দেখতে হয়েছে।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলা বেন কাটিং বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সাবেক মিস ওয়ার্ল্ড এরিন হল্যান্ডকে।
বিয়ের পর বেন কাটিং বলেন, আমরা আত্মীয়স্বজনদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক দফা বিবাহের দিনক্ষণ পরিবর্তন করেছি। তারা আমাদের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।
বেন কাটিং অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বেশ জনপ্রিয় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। খেলছেন বিগ ব্যাশে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ১৬৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ২ হাজার ৩১৯ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ১২৭ উইকেট শিকার করেন বেন কাটিং।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি