সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :;
প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ছাতকসহ সারা দেশ এমনকি পুরো বিশ্বই আজ বিপর্যস্ত। মানুষ ঘরবন্দি। অনেকেই ভুগছেন খাদ্যসংকটে।করোনায় থেমে গেছে ছাতকবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এরই মাঝে ছাতকের নামি-দামি ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান ব্রীজ একাডেমীর সব শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বেতন প্রদানের জন্য অভিভাবকদের উদ্দেশ্যে মেসেজ পাঠিয়েছে কর্তৃপক্ষ। এতে অভিভাবকরা যারপরনাই বিস্মিত হয়েছেন। ব্রীজ একাডেমীর এমন কাণ্ড অমানবিক বলে মন্তব্য করছেন তারা। সুত্র জানায়, জুন মাস-সহ সকল বকেয়া টিউশন ফি পর্যন্ত বিকাশের মাধ্যমে অথবা বিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দেওয়ার জন্য সকল অভিভাবকের মোবাইলে মেসেজ দিয়েছেন গণফোরাম নেতা আয়ুব করম আলীর মালিকানাধীন এ স্কুল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকরা জানান, করোনার এই দূর্দিনে স্কুল কর্তৃপক্ষ বেতনের জন্য তাগিদ দিচ্ছে। এ যেনো মরার উপর খাড়ার ঘা। তারা জানান অনেক শিক্ষকরা তাদের ফোন দিয়ে জানাচ্ছেন স্কুল পরিচালনা কমিটি শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছেননা বিধায় তারা বাধ্য হয়ে এ কাজটি করছেন। যদিও মেসেজে স্পষ্টভাবে বকেয়াসহ সম্পূর্ণ টিউশন ফি পরিশোধ করার জন্য বলা হয়েছে এরপরও এব্যাপারে ব্রীজ একাডেমীর প্রিন্সিপাল মোস্তাক আহমদ জানান, তারা বেতন চেয়ে কোনো মেসেজ দেন নি। শিক্ষকের সহায়তা করার জন্য অভিভাবকদের বলেছেন।##
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি