সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
চারটি গরুসহ আটককৃতরা হলেন ছাতক পৌরসভার বাশখালা গ্রামের আব্দুস সালাম (৩০) ও কালারুকা ইউনিয়নের গরিপুর গ্রামের দিলোয়ার হোসেন (২৮)।
জানা যায়, বুধবার সন্ধ্যায় নদী পার করতে না পারায় কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের বাড়িতে চোরেরা তাদের নিজের গরু দাবি করে গরুগুলো রেখে যায়।
পরবর্তীতে রাতে আরও তিনজন সঙ্গী গরু নিতে আসলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দুইজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশের এসআই দেবাশিষ দে জিজ্ঞাসাবাদ করে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজার গ্রামের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করে তাদের কাছে গরু হস্তান্তর করেন। পরে আটক চোরদের ছাতক থানায় নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি