সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌরসভার জলাবদ্ধতা নিরসনে চলমান মাস্টার ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৫কোটি টাকার এ প্রকল্পে বর্তমানে পুকুর চুরির মতো ঘটনা ঘটছে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
নিয়মানুযায়ী উন্নতমানের এলসি পাথর অথবা ভোলাগঞ্জের পাথর দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও বর্তমানে টিলার নিম্নমানের লাল পাথর দিয়ে চলছে এ কাজ। এছাড়া জং ধরা রড ব্যবহার ও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করায় কাজের মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
জানা যায়, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাব-কন্ট্রাক্ট হিসাবে কাজ করে ছাতকের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌর শহরের কোর্ট রোড থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত শিডিউল অনুযায়ী কাজ হলেও বর্তমানে আরেকটি প্রতিষ্ঠান এই কাজের দ্বায়িত্ব নেওয়ার পর ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। এতে বিশাল এ প্রকল্পের সুফল পৌরবাসী কতদিন ভোগ করতে পারবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এ ব্যাপারে প্রকল্পের প্রকৌশলী এনামুল মনি জানান, তিনি বিষয়টি জেনেছেন। কাজ পরিদর্শন করে ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি