সিলেট ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
ক্রীড়া ডেস্ক :: সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই হিসেবে খেলতে এসেছিলেন। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড টুর্নামেন্টেই এখন খেলতে পারছেন না তিনি। ভিসা বাতিল হওয়ায় গতকাল অস্ট্রেলিয়া ছেড়েছেন জকোভিচ। করোনাভাইরাসের টিকা না নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন জকোভিচ। মেলবোর্নে পা দিতেই শুরু হয় বিপত্তি। ভিসা বাতিল করা হয় প্রথমে। তবে আদালতের রায়ে তাকে ভিসা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েক দিন পরই আবার জকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এবার আদালতের দ্বারস্থ হয়েও আর শেষ রক্ষা হয়নি। গতকাল আদালতের রায়ে জকোভিচের ভিসা বাতিল করে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই রায়ের পর জকোভিচ বলেছেন, ‘আমি খুবই হতাশ। এখন আমি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করব।’ বর্তমানে কোয়ারেন্টাইন কেন্দ্রে বন্দিজীবন কাটাচ্ছেন টেনিসের শীর্ষ এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে ২০০৫ সাল থেকে খেলছেন নোভাক জকোভিচ। টেনিস ইতিহাসের অন্যতম সেরা এ তারকার খুব প্রিয় টুর্নামেন্ট এটি।
সাকিব আহমেদ / ১৭ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি