সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খালিদ হাসান খালেদ।
আজ সোমবার ( ৬ ডিসেম্বর ) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৭ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় খালিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিন মেম্বার প্রার্থী গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সোমবার দু’জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারকারী চাঁন মিয়া বিষয়টি স্বীকার করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনা।
খালিদ হাসান জানান, গত নির্বাচনে ওয়ার্ডবাসীর মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। এবারের নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বি। এ ওয়ার্ডের অপর দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। এজন্য ওয়ার্ডবাসীসহ প্রত্যাহারকারীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, ৭নং ওয়ার্ডে দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই প্রতিদ্বন্দ্বির আর কোন প্রার্থী না থাকায় নির্বাচনী আইনে খালিদ হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হলেন।
প্রসঙ্গত, আগামি ২৬ ডিসেম্বর পাটলী ইউনিয়নসহ জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি