সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: করোনা পরিস্থিতির শুরু থেকে ভুল ধরিয়ে দেয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিতচর্বন করে যাচ্ছে বিএনপি।
তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার এবং গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, এ মিথ্যাচার ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস।
করোনার মতো বৈশ্বিক এ মহামারী মোকাবেলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধুলোজামা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়ে সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়, তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে শুরুতেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট।
তিনি বলেন, অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের কোনো প্রশ্রয় নেই।
ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেভাবে কঠোর শাস্তি দেয়া হয়েছে, তেমনি চিকিৎসা সরঞ্জাম নিয়ে অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্যসহিষ্ণুতা বজায় রাখবে।
সেতুমন্ত্রী বলেন, এখনও ভিড়, জটলা, বাজার ও কর্মস্থলে অনেকে মাস্ক ব্যবহার করেন না– সংক্রমণ গোপন করছেন। এ শৈথিল্য আর অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।
সরকার নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিংয়ের মাধ্যমে লাল, হলুদ ও সবুজ জোন করতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর, সিটি কর্পোরেশন ও ডিএমপিসহ সংশ্লিষ্ট সব দফতর ও কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি