সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে পানি দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, হিয়ালা গ্রামের আতাবুর রহমান ও একই গ্রামের আকিল হোসেন গ্রামের পার্শ্ববর্তী একটি বোরো ধানের জমিতে পানি দেয়ার জন্য লিজ নেয়। এ নিয়ে বুধবার বিকেলে স্থানীয় বটতলা বাজারে জমিতে আগে পরে পানি সেচ দেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এর ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জমিতে পানি দেয়া শুরু হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জহুর আলি, নুরুল হক, প্রাণ কৃষ্ণ, কবির মিয়া, ইয়াহিয়া মিয়া, জসিম উদ্দিন, সজলু মিয়া, আব্দুল গফুর, কাউছার আহমেদ, মোবাশ্বির আহমেদ, আবদাল মিয়া, আতাবুর রহমান, সফর আলি, আলতাব মিয়া, সেলিম মিয়া, মিরাজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি