সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
অনলাইন ডেস্ক
টানা দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল থেকে নীলক্ষেত-সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আন্দোলন অংশ নেয় শিক্ষার্থীরা।
সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ শিক্ষার্থীদের তুলে দিতে প্রস্তুতি নেয়। পুলিশ এক পর্যায়ে জলকামান নিয়ে এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা উত্তেজিত না হয়ে উল্টো পুলিশকে ঘিরে ধরে প্রত্যেককে লাল গোলাপ দিয়ে অভিনব শুভেচ্ছা জানান। এসময় পুলিশ অ্যাকশানে না গিয়ে এই শুভেচ্ছ সাদরে গ্রহণ করে।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধিভুক্ত সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কলেজগুলোর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানে সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি