সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি :; কারাগার থেকে মুক্তি পেলেন “দৈনিক আমার হবিগঞ্জ”-এর সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাসগুপ্ত। বৃহস্পতিবার (১৮জুন) বিকেল ৩টায় হবিগঞ্জের জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এরআগে গত রোববার উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সুশান্ত দাশগুপ্তের মুক্তির খবরে অনেকেই জেল গেটের সামনে জড়ো হন। পরে সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া’র নিজস্ব গাড়িতে করে মোটর শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ি বানিয়াচংয়ের সুনারুতে পৌছে দেয়া হয়।
গ্রামের বাড়ি পৌঁছার পর এলাকাবাসীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও সুশান্ত দাস গুপ্ত।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল আদালতের বিচারপতি মো.আশরাফুল কামাল গত রোববার (১৪জুন) সাংবাদিক সুশান্ত দাশগুপ্তকে জামিনে মুক্তির নির্দেশ দেন।
উল্লেখ্য , হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গত গত ২১ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছিল হবিগঞ্জ সদর থানা পুলিশ।
আমার হবিগঞ্জ পত্রিকায় খবর প্রকাশে স্থানীয় এমপি আবু জাহিরের মানহানি হয়েছে এই অভিযোগে ২০ মে সুশান্ত দাশগুপ্ত ও তার তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরে প্রেসক্লাবে সভা ডেকে ওই মামলার প্রতি সমর্থন আদায় করা হয়।
ওই মামলায় ২১ মে সকালে গ্রেপ্তার হন সুশান্ত দাশগুপ্ত। পরে ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালত সুশান্তের জামিন আবেদন নাকচ করলে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি