সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্টিত হয়।
১৬৪ জন ভোটারের মধ্যে ১৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে দুইটি ভোট বাতিল হয়। ১৪৪ ভোটের মধ্যে রতীশ চন্দ্র দাস ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী পেয়েছেন ৬৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া মাহমুদ প্রার্থীতা প্রত্যাহার করায় মো. এমাদ উদ্দীনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ আশরাফ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষযক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাজনা আক্তার ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি