সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধিঃঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধক টিকাদান কর্মসূচি। রোববার সকালে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর শরীরে করোনা ভ্যাক্সিন টিকা পুশ করার মাধ্যমে কোভিড-১৯ টিকাদানের কর্মসূচী উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। অত:পর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এ টিকা গ্রহণ করেন। জৈন্তাপুরে এ কর্মসূচী চলমান থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার ( ভূমি) ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবল চন্দ্র বর্মন,উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।এটি আমাদের গৌরবের বিষয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি