সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাঘের সড়ক দামড়ী ব্রিজ নামক স্থানে নদীতে ট্রাক দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার ভোরে সাড়ে ৬টায় এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলো জৈন্তাপুর উপজেলার নিজপাট বন্দরহাটি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরী পশ্চিমপাড়া গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ(৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে রোববার রাতেই নিহতেদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। এসময় জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৭ জন কর্মকর্তা সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে নদীতে পড়ে থাকা ট্রাকের দরজা ভেঙ্গে নিহতদের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, ভোর রাতে সিলেট হতে ছেড়ে আসা জৈন্তামুখি ট্রাক ঢাকা-মেট্রো-ট-২৪-১০০০ সিলেট তামাবিল সড়কের দামড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় এসে দূর্ঘটনায় পতিত হয়।
ঘটনাস্থলে ট্রাকের চালক ও বড় নয়াগাং নদীর বালু ব্যবসায়ী নিহত হয়।
জৈন্তাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটায়ার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা অনেক চেষ্টা করে গাড়ির ভেতর হতে লাশ দুটি উদ্ধার করি।
তিনি আরোও জানান, নদীতে পানির গভীরতা ও কাঁদা মাটি থাকায় আমাদেরকে উদ্ধার কাজ করতে কিছুটা বিলম্ব হয়েছে। স্থানীয় জনগনের সহযোগিতায় ট্রাকের দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি