সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
অনলাইন ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত। তার নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সেন কোনলি। খবর আলজাজিরার।
সোমবার কোনলি জানান, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আর এখন তিনি অন্য কারও জন্য সংক্রামক নন, তথা তার থেকে কেউ সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।
২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এর পর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হন ট্রাম্প। সেখানে তিন দিন চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন।
রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। যদিও তখন তার করোনা মুক্তির সার্টিফিকেট মেডিকেল দেয়নি।
পর দিন হোয়াইট হাউসের চিকিৎসক কোনলি এক স্মারকে (মেমো) ট্রাম্পের করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।
স্মারকে বলা হয়, পর পর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে।
কোনলি জানান, ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষায় অ্যাবটের বিনাক্সনাও অ্যান্টিজেন কার্ড ব্যবহার করা হয়েছে।
ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষা কবে হয়েছে, তা উল্লেখ করেননি সেন কোনলি। তবে তিনি বলেছেন, ট্রাম্পের মাধ্যমে অন্যের আর করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।
এমন সময় কোনলি এ ঘোষণা দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে যোগ দিতে গেছেন।
করোনা থেকে মুক্তি পাওয়ার পর ট্রাম্পের এটিই প্রথম নির্বাচনী সমাবেশ। তিনি যখন বিমানে (এয়ারফোর্স ওয়ান) উঠছিলেন, তখন তার মুখে মাস্ক ছিল না।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি