সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
অনলাইন ডেস্ক
ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস প্রভাতী ট্রেনে কাটা পড়ে কণ্ঠশিল্পী আনতারা মোকারমা আনিকার (১৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিজের চোখের সামনে প্রিয় সন্তানের এমন নিষ্ঠুর মৃত্যুর ঘটনায় শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন মা আসমা বেগম।
আনতারা কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং শহরের বত্রিশ পানির ট্যাংকি এলাকার মোকাম্মেল হকের মেয়ে।
লেখাপড়ার পাশাপাশি এই তরুণী তার সঙ্গীত প্রতিভা দিয়ে মাতিয়ে রেখেছিলেন কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে।
জেলা শহর এবং গ্রামগঞ্জের অধিকাংশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ডাক পড়তো আনতারার। ফেসবুক লাইভেও সরব ছিলেন তিনি। নিজের গাওয়া গান নিয়ে একটি ইউটিউব চ্যানেলও আছে তার।
জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে এইচএসসি পরীক্ষা আর হচ্ছে না এমন খবরের পর পারিবারিক প্রয়োজনে মায়ের সঙ্গে ঢাকা যাওয়ার কথা ছিল তার।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ রেলস্টেশনের প্লাটফরম থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস প্রভাতী ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। স্টেশনের প্লাটফর্ম অতিক্রম করার মুহূর্তে চলন্ত ট্রেনটিতে মাকে নিয়ে ওঠার চেষ্টা করছিলেন ওই তরুণী।
কিন্তু উঠতে গিয়ে ট্রেনের গতির সঙ্গে তাল মেলাতে না পারায় দু’পা ফসকে ট্রেনের নিচে চলে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করিয়েই স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি