সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: করোনাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসক খুলনা ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খানের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত শাস্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় মিড-লেভেল চিকিৎসক পরিষদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে মেডিকেলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ মিড-লেভেল চিকিৎসক পরিষদের সিনিয়র সহ সভাপতি ডা. সুব্রত রায়ের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ডা. অরুপ রাউতের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম, ডা. আদনান, ডা.দেবরাজ , ডা. বিপুল, ডা. বনি, ডা. রাব্বি, ডা. কায়ছার খোকন, ডা. রিচার্ড, ডা. অরুপ, ডা. আজিজুর রহমান, ডা. মানিক, ডা. ফোজায়েল, ডা. অনুজ, ডা. রানা, ডা. হাসনাত, ডা. অনিক, ডা. ইলহাম, ডা. আদনান, ডা. রাশেদ, ডা. অমিত, ডা. ফরহাদ, ডা. আনোয়ার, ডা. মিম, ডা. বুদ্ধ দেব, ডা. নুরুল ইসলাম, ডা. প্রশান্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ডা. আব্দুর রকিব খানের হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা বলেন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সমস্যা সৃষ্টি হওয়া যেন একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা বা চিকিৎসক-নার্সদের ওপর চড়াও হওয়া একটা হুজুগে পরিণত হয়েছে। বিচারহীনতা ও প্রশাসনের উদাসীনতার কারণে রকিবের মতো গরিবের ডাক্তারকে আজ প্রাণ দিতে হয়েছে।
করোনাকালে চিকিৎসারত অবস্থায় খুলনায় চিকিৎসক খুন, বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন।
Posted by Syl News BD on Wednesday, 17 June 2020
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি