সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
অনলাইন ডেস্ক :: সারাদেশের সাথে আজ রবিবার থেকে সিলেটেও শুরু হয়েছে করোনার টিকাদান। অনেকেই আগ্রহ নিয়ে টিকা দিচ্ছেন। টিকার জন্য নির্ধারিত অ্যাপসে রেজিস্ট্রেশন করছেন। আবার টিকা নিয়ে অনেকের মনে কাজ করছেন দ্বিধা-দ্বন্দ্ব।
এই অবস্থায় মানুষের মন থেকে ভয়, আতঙ্ক ও সন্দেহ দূর করে সাহস যোগাতে প্রথম দিনই টিকা নিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নামকরা চিকিৎসকরা। নিজেরা টিকা নেয়ার মাধ্যমে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন অন্যদের।
রবিবার টিকা গ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, মেডিসিন বিভাগের প্রধান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলেজ কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, বিএমএ নেতা আজিজুর রহমান রোমান। এছাড়াও সকালে টিকা নেন কাডিওলজি বিভাগের প্রধান ডা. শাহাবুদ্দিনও।
টিকা গ্রহণের পর তারা পুরোপুরি সুস্থ আছেন এবং তাদের শরীরে কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি