সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়ায় শৃঙ্খলা পরিষদ সভায় সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায়ে ভর্তি হওয়ায় বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বলেও জানান ঢাবি প্রক্টর।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি