সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
তাহিরপুর প্রতিনিধি :: ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারত থেকে পাহাড়ি ঢলের কারণে উপজেলার যাদুকাটা, মাহারাম, রক্তি নদী, কেন্দুয়া নদী সহ পাটলাই নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের ৫০ টির বেশী গ্রাম প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গত ক’দিন ধরে।
উপজেলার বালিজুরি, আনোয়ারপুর,তাহিরপুর পাতারগাঁও বাদাঘাট রাস্থা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। অপরদিকে সীমান্তবর্তী পর্যটনস্পট বারেক টিলা থেকে টেকারঘাট সড়কের চানপুর, রজনীলাইন, লাকমা, লালঘাট সহ বেশ কয়েকটি স্থানের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে যার ফলে এখানকার লোকজনের যাতায়াত ব্যবস্থায় দূর্ভোগ হয়ে পড়েছে।
এদিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর, রামজীবনপুর, পৈন্ডপ, সাহেব নগর, গোপালপুর, মারালা ,নোয়াগাঁও, ইক্রামপুর, জগদীশপুর, সুলোমানপুর, উমেদপুর, আনন্দনগর, পাটাবুকা, দুমাল, লামাগাঁও, ভবানীপুর,সাহসপুর। উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়া হাওর কেন্দ্রিক গ্রমা গোলাবাড়ি, কামালপুর, জামালপুর, জয়পুর, ছিলানিতাহিরপুর, বিনোদপুর, পানিয়াখালি, ইন্দ্রপুর।
অপরদিকে,বড়দল দক্ষিণ ইউনিয়নের, রসুলপুর, টাকাটুকিয়া, জামলাবাজ, কামারকান্দি, কাউকান্দি, বড়দল। বাদাঘাট ইউনিয়নের ইউনুসপুর, কাঞ্চনপুর, পাতারগাঁও সহ চারটি ইউনিয়নের প্রায় ৫০ টিরও বেশী গ্রাম ভারি বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা মিয়াচর সড়ক প্লাবিত হয়ে যাত্রীদের দূর্ভোগ গুনতে হচ্ছে।
উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ‘কাউকান্দি চতুর্ভূজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক মো. মামুন পারভেজ বলেন, মিয়ারচর সড়ক প্লাবিত হওয়ার কারণে সেখান থেকে দূর্ভোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে তাহিরপুরে আসতে হচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, তাহিরপুর উপজেলা যেহেতু হাওর এলাকা এখানে প্লাবিত হওয়াটা স্বাভাবিক।তারপরেও যদি কোন এলাকা ক্ষতিগ্রস্থ হয়ে তাকে আমরা তা খতিয়ে দেখবো।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি