সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক :: নিষেধাজ্ঞা ও করোনায় খেলা বন্ধ থাকার পরও বিশ্বসেরা হয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার তারকা সাকিব আল হাসান।
তা অবশ্য ২২ গজের মাঠে নয়, বিশ্বসেরা বাবা হিসেবে সাকিবকে স্বীকৃতি দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
গতকাল বিশ্ব বাবা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে সাকিবকে এ স্বীকৃতি দিয়ে পোস্ট দিয়েছেন শিশির।
নিজের স্বামী বলে নয়, উপযুক্ত ব্যাখ্যাও উপস্থাপন করেছেন তিনি।
শুধু তাই নয়, সাকিবের প্রশংসায় শব্দ খুঁজে পান না বলেও জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোস্ট করে শিশির লিখেছেন– ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সবসময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’
করোনাকালে সাকিব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই এ দম্পতির ঘর আলো করে দ্বিতীয় মেয়ের জন্ম হয়।
লকডাউনে দুই মেয়েকে নিয়ে ভালোই সময় কেটে যাচ্ছে সাকিবের।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি