সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ফল বলেছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের করোনা পরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ক্রিকেটার, কোচিং স্টাফ ও বোর্ডের কর্মকর্তাসহ ১শ জনকে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
করোনা আক্রান্ত এই সাতজনের নাম প্রসঙ্গে জ্যাক ফল বলেছেন, আমাদের মেডিক্যাল টিমের কাছে সকলের রিপোর্ট রয়েছে। তারা আমাদের জানিয়েছে, তবে করোনা পজিটিভ কারো নাম প্রকাশের অনুমতি দেয়নি তারা। চিকিৎসা ও নৈতিকতার কারণে আক্রান্তদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদেরকে সিএসএ’র মেডিকেল টিম সার্বক্ষণিক সহায়তা করবে।
মহামারী করোনারভাইরাসের কারণে গত মার্চ থেকে ক্রিকেট খেলুড়ে সব দেশেই ঘরোয়া ও আন্তর্জাতিক সব ম্যাচ বন্ধ রয়েছে। এ মাসের শেষের দিকে ৩৬ ওভারের তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার। এজন্য তিনটি দলও ঘোষণা করে সিএসএ। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেই টুর্নামেন্ট আয়োজন বন্ধ করে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি