সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
মর্মান্তিকভাবে খুন হয়েছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার ভারনন ফিল্যান্ডারের ছোট ভাই টাইরন ফিল্যান্ডার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিজের বাড়ির কাছেই ৩২ বছর বয়সী টাইরনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার বিকালে কেপটাউনের রাভেন্সমিডে নিজ বাড়ির সামনে প্রতিবেশীকে পানি সরবরাহ করছিলেন ফিল্যান্ডারের ভাই টাইরন। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠিক কী কারণে বা কারা টাইরনকে হত্যা করেছে, সেটি জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
হত্যাকাণ্ডের পর পর ফিল্যান্ডার টুইটারে লিখেছেন, ‘আমাদের পরিবার রাভেন্সমিডে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নিষ্ঠুর হত্যাকাণ্ডের শোকের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করব, এই কঠিন সময়ে পারিবারিক গোপনীয়তার বিষয়টি শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন।’
দক্ষিণ আফ্রিকার হয়ে এক যুগের ক্যারিয়ার শেষে গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ফিল্যান্ডার।
জাতীয় দলের হয়ে ৬৪ টেস্টে ২২৪, ৩০ ওয়ানডেতে ৪১ এবং সাত টি২০তে চার উইকেট নিয়েছেন তিনি।
তথ্যসূত্র: ইএসসিএ নিউজ, ডেকান হেরাল্ড
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি