সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারের কাছাকাছি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এমকিজে জুয়েলি সোমবার গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৫৯০ জন।
মৃত্যু হয়েছে ১৯৯১ জন এবং সুস্থ হয়েছে ৫৩৪৪৪ জন। মন্ত্রী জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও দক্ষিণ আফ্রিকায় সুস্থতার হার ৫২.৬% শতাংশ। এ ছাড়া ৭ কোটি জনসংখ্যা অধ্যুষিত এ দেশটিতে ইতিমধ্যে ১৪ লাখ লোকের ওপর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দেশটির ৯টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ওয়েস্টার্ন কেপ (কেপটাউন) প্রদেশে, যেখানে সারা দেশের সংক্রমণের ৫১ শতাংশ শুধু এ প্রদেশেই।
মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি