সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :; দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রায় ৩ লাখ বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত ১শ’ জনের বেশি করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির ফ্রি স্টেট প্রদেশে এক মার্কেটে এ পর্যন্ত ৭ বাংলাদেশির করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
দেশটির সবচেয়ে বেশি সংক্রমিত শহর কেপটাউনে ৬৬ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ডারবান, জোহানেসবার্গ ও ইস্টার্ন কেপ প্রদেশে আরও ৩০ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যন্ত দেশটিতে একজন বাংলাদেশি করোনায় মারা গিয়েছেন। আর দুই বাংলাদেশি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এদিকে বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এমকিজে জুয়েলি বলেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭৬৩৩৪ জনের এবং মৃত্যু হয়েছে ১৬২৫ জন, যা মোট আক্রান্তের ২.৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৪২০৬৩ জন, যা মোট আক্রান্তের মধ্যে ৫৫.১ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি