সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকালে উপজেলার নৈনগাঁও গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের আবু জাহেরের পুত্র সাহাব উদ্দিন প্রকাশিত ছাবেদ আলী (২০) ও মোশারফ হোসেন (১৯), মৃত মইদর আলীর পুত্র আবু জাহের (৬২), পার্শ্ববর্তী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রংপুর গ্রামের মৃত মইদর আলীর পুত্র মনু মিয়া (৬৫) এবং একই গ্রামের ছাদু মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মামুন (১৯)। উল্লেখ্য, দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামে ফরাইজি স্বত্ব (জমিজমা) নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৬ মার্চ বিকালে দু’পক্ষের সংঘর্ষে মামার পক্ষের লোকজনের হাতে ভাগ্নে আকাশ ওরফে তুফান নিহত হয়। ওই ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই মানিক মিয়া বাদী হয়ে আবু জাহেরকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং-২৭/০৩/২০২০ ইং) দায়ের করেন। পুলিশ ওইদিনই নুর হোসেন নামের এক আসামিকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসান এ প্রতিবেদকে জানান, আকাশ হত্যা মামলার প্রথম দিনেই এক আসামী এবং সোমবার বিকালে আরো ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি