সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
অনলাইন ডেস্ক :: এক অশুভ সময় আমরা সবাই অতিক্রম করছি। ধর্ষকের সীমাহীন উদ্ধত্যে সমাজ কলুষিত। প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে চাইছে মানুষরূপী দুর্বৃত্ত। এদের লালসায় নারীর নিরাপত্তা হুমকিতে। এমন পরিস্থিতিতে আর ঘরে বসে থাকার উপায় নেই। ‘ধর্ষণে-নিপীড়নে বিবস্ত্র দেশ, হে সময় নাও ফের যোদ্ধার বেশ’ – স্লোগানে সিলেটসহ সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা। শনিবার বিকলি সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন।
‘নারী, তুমি-ই মা, স্ত্রী, বোন, কন্যা’ ‘কন্যা, জায়া, জননী চায় ধর্ষক মুক্ত ধরনী, ‘ধর্ষকের ঠিকানা সোনার বাংলায় হবে না’ – এমন স্লোগান লেখা পোস্টার হাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তার দাবি জানান সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ, সিলেটের সদস্যরা। এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব অর্জনে নারীদের অগ্রণী ভূমিকা দেখা যায়। সাম্প্রতিক সময়ে মানুষরূপী দুর্বৃত্ত ধর্ষণ-নিপীড়নের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। একাত্তরে চেতনায় উদ্ভুদ্ধ সকলকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে হবে। সিলেট জেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফটো সাংবাদিক ইউসুফ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, অর্থ সম্পাদক উৎপল দাশ, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত, কার্যনির্বাহী সদস্য স্বর্ণা রাণী চন্দ, সুহৃদ তমাল দত্ত, তরুণ দত্ত দীপ্ত, স্বাগতা ভট্টাচার্য চম্পা, শিল্পী বনিক, কাজল দাস, শশী বনিক, জয়দীপ চক্রবর্তী, সাকিব আহমদ, ইমরান উদ্দিন, আমিনুর রশিদ, মুরাদ হোসেন, মাসুম হোসেন, তৌহিদুর রহমান, মামুন চৌধুরী, সুরঞ্জিৎ, মো. শহীদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি