সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাশু লাল রায় বলেছেন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা জানাতে হবে। তিনি বলেন, যুব সমাজকে সমাজের উন্নয়নের কাজে লাগাতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বেশি বেশি করে আয়োজন করতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিত্তশালীদের যুব সমাজকে সমাজের উন্নয়নে কাজে লাগাতে খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ওসমানী মেডিকেল কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলুর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সাধারণ সম্পাদক মো. লিটন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন বকস সালাই, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্মৃতি সংসদ ১১নং ওয়ার্ডের সদস্য সচিব মো. কামরান হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি বক্কর সেলিম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, ১১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আব্দুল খালিক লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. হেলাল আহমদ, বন্ধন সামাজিক সংস্থার সাবেক সভাপতি আউলাদ হোসেন, রুমন উদ্দিন, নাহিদ আহমদ জয়, শাহেদ আহমদ, মুকিত আহমদ, সফর আহমদ, আরিফ আহমদ লাল প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি