সিলেট ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
নবীগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও গৃহবধূসহ ৫ জন করোনা সনাক্ত হয়েছেন।
এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ২ টায় আসা রির্পোটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ৫ জন করোনা আক্রান্ত রোগী হলেন, নবীগঞ্জের শিবপাশা পৌর এলাকার সাংস্কৃতিক কর্মী বিন্দু সূত্রধর (৫২) ও এনামুল হক (৫৫), মধ্য বাজারের ব্যবসায়ী মৃদুল রায় (৩৫) ডাক বাংলা রোডের গৃহবধূ রওশন আরা (৪০) ও বানিয়াচং উপজেলার জুবায়ের আহমেদ অসীম (৩৩)।
এব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৫০ টি। আজ নতুন ৫ জনসহ সর্বমোট ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৬৭৪ টি রিপোর্ট নেগেটিভ।
আক্রান্ত ৫ জনকে নিজের বাসায় আইসুলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি