সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :; প্রথম করোনা শনাক্তের ২০ দিন পর ফলোআপ নমুনা রিপোর্টেও করোনা পজিটিভ শনাক্ত হলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান ও সদ্য প্রয়াত সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিণী আসমা কামরান।
মঙ্গলবার (১৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আসা ৩ জনের মধ্যে একজন হলেন আসমা কামরান। গতকাল (১৫ জুন) আসমা কামরান ফলোআপ নমুনা দিয়েছিলেন।
এর আগে গত ২৭ মে বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আসমা কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ০৫ জুন তার স্বামী বদর উদ্দিন কামরানের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তবে আসমা কামরান শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও স্বামী বদর উদ্দিন কামরান দীর্ঘ ১০ দিন করোনার সাথে লড়াই করে সোমবার (১৫ জুন) ভোরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি