সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দর্শনে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের নেতৃত্বে দলের নবগঠিত কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় সিলেট নগরীর উপকণ্ঠস্থ হোটেল রোজভিউ এলাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আওয়ামী লীগ নেতাদের বিশাল বহর গোপাগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে ঢাকায় তারা যাত্রাবিরতি করবেন। পরদিন সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে আওয়ামী লীগ নেতারা মূল গন্তব্য টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে নানা কর্মসূচী পালন করবেন।
দলের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর নাম আওয়ামী লীগ নেতা কর্মীদের আবেগ অনুভূতির সাথে মিলেমিশে একাকার। এজন্য আমরা পূর্নাঙ্গ কমিটির প্রথম সভায় টুঙ্গিপাড়ায় যাবার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেমোতাবেক আজ রওয়ানা হলাম।
দলের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, বাঙালির মুক্তি ও স্বাধীনতার বিজয় আন্দোলনের মহানায়ক বিশ্ববরেণ্য রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করবে। এর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে টুঙিপপাড়া যাচ্ছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি