সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
খেলা ডেস্ক :: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারত অধিনায়ক বিরাট কোহলি।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন তিনি।
জানা গেছে, আরসিবির নয়, দিল্লি ডেয়ারডেভিল তথা বর্তমানে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলার কথা ছিল এই ভারতীয় রান মেশিনের।
২০০৮ সালের আইপিএলের প্রথম আসরের সেই নিলামে কোহলিকে দলে ভেড়ানোর সুযোগও পেয়েছিল দিল্লি।
অথচ কোহলিকে না নিয়ে তারা পছন্দ করলেন বাঁহাতি পেসার প্রদীপ সাংওয়ানকে।
প্রায় এক যুগ পর সেই ঘটনার কথা জানিয়েছেন আইপিএলের সাবেক শীর্ষ কর্মকর্তা সুন্দর রমন।
সম্প্রতি এক পডকাস্টে সুন্দর রমন বলেন, ‘২০০৮ সালের আইপিএল নিলামে চাইলেই কোহলিকে কিনতে পারত দিল্লি ডেয়ারডেভিল। কিন্তু তারা কোহলিতে কোনো আগ্রহই দেখায়নি। সবাইকে অবাক করে দিয়ে কোহলির বদলে প্রদীপ সাংওয়ানকে নেয়।
এর কারণ হিসাবে তারা জানিয়েছিল, দলে আর কোনো ব্যাটসম্যান দরকার নেই তাদের। বীরেন্দ্র শেবাগ ও এবি ডি ভিলিয়ার্স রয়েছে দলে। এখন তাদের একজন ভালো মানের পেসার দরকার। দিল্লি কোহলিকে না নেয়ায় আরসিবি সুযোগ কাজে লাগায়। কোহলি এখন আরসিবির হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন।
উল্লেখ্য, আইপিএলের ১২ আসরে ১৬৯ ইনিংসে ব্যাট করে কোহলির রান ৫৪১২, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে প্রদীপ সাংওয়ান আইপিএলে মাত্র ৩৯ ম্যাচ খেলে ৩৫ উইকেট শিকার করেছেন। ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ছিলেন ১৫ মাস। এসব বিচারে ২০১১ সালে তাকে চুক্তি থেকে বাদ দেয় দিল্লি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি