সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইহুদিবাদী ইসরায়েলের স্ট্র্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন দারমার।
গত রবিবার আমিরাত সফরে যান রন দারমার। আমিরাত সফরে দারমারের সঙ্গী ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি।
গতকাল সোমবার ইসরায়েলের সংবাদভিত্তিক ওয়েবসাইট ওয়ালা এ খবর দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই আবুধাবি সফর করতে পারেন-এমন সম্ভাবনাকে সামনে রেখে দারমার আবুধাবি সফর করলেন।
সফরকালে ইসরায়েলের স্ট্র্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
গত ডিসেম্বর মাসের শেষ দিকে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলের ক্ষমতায় আসেন এবং তারপর সংযুক্ত আরব আমিরাতে এটিই হবে তার প্রথম সফর।
ধারণা করা হচ্ছিল ক্ষমতায় বসার পরপরই নেতানিয়াহু আমিরাত সফরে যাবেন। কিন্তু চলতি জানুয়ারি মাসে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীরের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহু সম্ভাব্য সফর বাতিল করেন। বেন গাভীরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের নিন্দা করেছিল সংযুক্ত আরব আমিরাত।
২০২০ সালের আগস্ট মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই করে। ওই চুক্তি সইয়ের পেছনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি