সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধিঃ নৌ পথে যাত্রীবেশী ট্রলারে করে নেত্রকোনার মোহনগঞ্জ মুখী ভারতীয় গাঁজার চালান নিয়ে যাবার পথে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের তিন মাদক কারবারীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে। শনিবার রাতে তাহিরপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামের সামনে দিয়ে বয়ে চলা কাকাতুয়া নদীর নৌ পথ ব্যবহার করে যাত্রীবেশী ইঞ্জিন চালিত ট্রলারে করে নেত্রকোনার মোহনগঞ্জমুখী ভারতীয় গাঁজার চালান নিয়ে যাবার সময় থানা পুলিশ শুক্রবার ভোররাতে তিন পেশাদার মাদক কারবারীকে আলামত সহ আটক করে। আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইছার উল্লাহর ছেলে আব্দুল আউয়াল, শাহপুর মৃত গ্রামের ইলিয়াস আলী ওরফে মনসুর আলীর ছেলে মিরাফুল হক ও পাঁচগাঁও বাগুয়া গ্রামের সাধু মিয়ার ছেলে সেফাউল। আটককৃতদের হেফাজত হতে ভারতীয় আড়াই কেজি গাঁজা, একটি দেশীয় তৈরী ইঞ্জিন চালিত যাত্রীবাহি ট্রলার জব্দ করা হয়। শনিবার রাতে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামত সহ আটককৃত পেশাদার তিন মাদক কারবারীকে মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি