সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
অনলাইন ডেস্ক :; পদ্মানদীতে প্রচণ্ড স্রোতের মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হয়েছে। এতে করে ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
এ সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুরের মাঝিরঘাট-কাঁঠালিয়া-শিমুলিয়া চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
বুধবার বিকাল ৪টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫-২৬ নাম্বার পিলারের উপর ৩১তম স্প্যান বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।
পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বুধবার সকাল ৭টায় পদ্মা সেতু ৩১তম স্প্যানটি নিয়ে মুন্সীগঞ্জের কুমারভোগ জেটি থেকে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানিহাউ শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা দেয়।
প্রচণ্ড স্রোতের কারণে চ্যানেল দিয়ে ঢোকা যাচ্ছিল না। ২ ঘণ্টা বিলম্বে ১২টার দিকে ২৫-২৬ নাম্বার পিলারের নিকট পৌঁছে। প্রচণ্ড স্রোত থাকায় বুধবার ১২টার থেকে স্প্যানটি পিলারের উপর বসানোর কাজ শুরু হয়। বিকাল ৪টায় স্প্যানটি ২৫-২৬ নাম্বার পিলারের উপর বসানো হয়।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, ইতিমধ্যে সেতুর প্রায় ৮৭.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি সব শিগগিরই বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি