সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
অনলাইন ডেস্ক
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহর বিরুদ্ধে সমন জারি করেছেন পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন। ওই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সমন জারি করা হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শাহ বা তার আইনজীবীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।
বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে বা কোনো আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে।
একটি বিবৃতিতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। ওই ঘটনায় ২৮ আগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলায় শাহকে সমন পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি