সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিল জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের ভারী গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
সোমবার রাজৌরি সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে (আইবি) পাক সেনাবাহিনী গুলি ছুড়লে ভারতীয় ওই সেনা সদস্য নিহত হন। খবর হিন্দুস্তান টাইমসের।
নিহত ভারতীয় সেনা সদস্যের নাম দ্বীপক কারকি।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, নওশেরায় পাক বাহিনীর গোলাবর্ষণের কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনারা। এতে হাবিলদার দ্বীপক কারকি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি মারা যান।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালের দিকে পুঞ্চ ও রাজৌরি জেলার বেশ কয়েকটি সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী।
গত ৪ জুন রাজৌরি জেলার সুন্দরবানী সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনী আরেক হাবিলদার পি মাথিয়াঝাগান, ১০ জুন তারকুন্ডি সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে নায়েক গুরচরণ সিং মারা যান। ১৪ জুন পুঞ্চ জেলায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে ২৯ বছর বয়সী সিপাহী লুঙ্গামবি আবোনমি নিহত হন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি