সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
সাত দিনের মধ্যে নয়াদিল্লিতে ইসলামাবাদের কূটনীতিকদের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে পাকিস্তানকে বলেছে ভারত। এর আগে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।-খবর ডন অনলাইনের
এটাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার নতুন আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত বলছে, দ্বিপক্ষীয় সম্পর্কের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে তাদের কূটনীকের সংখ্যা অর্ধেকে নামিয়ে নিয়ে আসবে।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি কূটনীতিকরা গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও তারা সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে লেনদেন বজায় রেখে চলেছে।
জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের দূতাবাস কর্মীরা আইন মেনেই দায়িত্বপালন করছিল। তারপরও নয়া দিল্লি এমন ব্যবস্থা নেয়ায় তারাও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের ইসলামাবাদ দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে।
অধিকৃত কাশ্মীরকে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার পর গত আগস্টে ভারতীয় হাই কমিশনারকে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান।
প্রতিবেশী দুই বৈরী দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির পর অবনতির দিকেই যাচ্ছে। এ অবস্থা থেকে বের হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বর্তমানে নয়াদিল্লিতে পাকিস্তানের ৮৩ কর্মকর্তা ও কর্মচারী অবস্থান করছেন। যেখানে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের কর্মী সংখ্যা প্রায় ১০০ হবে।
খবরে বলা হয়, লাদাখের পরিস্থিতির পর জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতেই ভারতীয় সরকার এমন পদক্ষেপ নিয়েছে। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা বাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি