সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বারুতখানায় একটি রেস্টুরেন্টে খেতে আসা এক ব্যক্তির উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বারুতখানা পয়েন্ট সংলগ্ন সোয়াদ রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।
সোয়াদ রেস্টুরেন্টের চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে তাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার ছিলেন। হঠাৎ বহিরাগত কিছু লোক একজন কাস্টমারকে টার্গেট করে রেস্টুরেন্টে প্রবেশ করে এবং তার উপর হামলা চালায়। তখন রেস্টুরেন্টের কর্মীরা হামলাকারীদের আটকাতে চেষ্টা করেন। কিন্তু তাদের আটকাতে না পেরে না পেরে পুলিশ কল করেন। পুলিশ এসে হামলাকারীদের একজনকে আটক করে। পরে আমরা জানতে পারি পূর্বের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
এসময় তাদেরকে আটকাতে গিয়ে রেস্টুরেন্টের বেশকিছু আসবাবপত্র ও ক্রোকারিজ মালামাল নস্ট হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি