সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ কে এগিয়ে নিতে সমঅধিকার নিশ্চিত করার আহবান
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত কোতোয়ালি থানা সন্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন,একটি উন্নত অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্টার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলার মানুষ লড়াই করেছে,বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে, কিন্তু দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে,সমঅধিকার নিশ্চিত না হলে,অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হয়ে উঠবে না।
১৩মে শুক্রবার বিকাল চারটায় বন্দর বাজার ব্রহ্ম মন্দির হলরুমে কোতোয়ালি থানা সন্মেলনে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সন্মেলন উদ্বোধন করেন মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ সমাজসেবী বিনীত কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর কমিটির সহসভাপতি মলয় পুরকায়স্থ, চন্দন সাহা,প্রদীপ কুমার দেব, নির্মল সিনহা,শ্যামল কান্তি ধর, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট দীলিপ কুমার দাশ চৌধুরী, নিম্বার্ক আশ্রম পরিচালনা কমিটির রণবীর চক্রবর্তী হারান,মিরাবাজার বলরাম জীউড় আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে,সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু,শিক্ষা ও গবেষণা সম্পাদক জি ডি রুমু,ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক রামেন্দ্র সিংহ বাপ্পা,সদস্য বাবুল দেব,জয়দ্বীপ দাস সুজক, যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব,সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধি বীরেশ মল্লিক,উত্তম সরকার, নারায়ন পুরকায়স্থ ফনি,রতন দে,অরবিন্দ দাশগুপ্ত, মিন্টু বৈদ্য প্রমুখ।
সন্মেলনে বিষয় নির্ধারণী কমিটির সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য অরবিন্দু দাশ গুপ্ত কে সভাপতি ও উত্তম ঘোষ কে সাধারণ সম্পাদক করে কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। সন্মেলনে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ,কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সকল সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি