সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সারাবিশ্বের মানুষ যখন অপেক্ষায় রয়েছে টিকা ও প্রতিষেধকের, তখন ইতালির এক গবেষক শোনালেন ভিন্নকথা।
ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ভাইরাস। তাই কোনো ধরনের প্রতিষেধক ছাড়াই এ ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।
তিনি জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ ছাড়া কমেছে সংক্রমণ।
অধ্যাপক বাসেত্তির দাবি, এই ভাইরাস প্রথম দিকে যতটা ভয়াবহ রূপ নিয়েছিল, সে তুলনায় সংক্রমণের হার এখন অনেক কম।
তার মতে, এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো এর কারণ। জিনগত পরিবর্তনের কারণে এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।
তবে অধ্যাপক মাত্তিও বাসেত্তির এ দাবি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা।
বিশ্বের অন্যান্য বিজ্ঞানীর যুক্তি– ইতালির এই গবেষকের দাবির স্বপক্ষে তেমন কোনো তথ্যই তিনি দিতে পারেননি।
তারা জানান, উন্নত চিকিত্সা ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে মানুষ এখন কম আক্রান্ত হচ্ছেন।
এর আগেও এমনই দাবি করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো।
একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘ক্লিনিক্যালি এই ভাইরাসের অস্তিত্ব আর নেই।’
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনো বিজ্ঞান প্রমাণ নেই।
তিনি জানান, এই ভাইরাসের শক্তি হারানোর কোনো তথ্য বা প্রমাণ এখনও পর্যন্ত বিজ্ঞানীদের হাতে আসেনি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি