সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মোঃ আক্তার মিয়া(২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব -৯ এর সদস্যরা। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা আজবপুর গ্রামের মৃত মোঃ সুরুজ আলীর ছেলে। অভিযোগ রয়েছে- আক্তার দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে তার ফেইসবুক ওয়ালে নানা অশালীন মন্তব্য করে আসছিল।
আজ বৃহস্পতিবার ভোরে র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার(এ এস পি) মোঃ ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এ এস পি) মোঃ ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এই আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্থব্য করে আসছিল। তার ফেইসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি