সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত ৮ দিনে (১৪ জুন – ২১ জুন) বজ্রপাত, নৌকাডুবি ও টিলা ধসে নিহত ১৪ জনের পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেটস্হ দোয়ারাবাজার সমিতি।
সমিতির সভাপতি ও সিলেটস্থ দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলী এবং সেক্রেটারি অ্যাডভোকেট ছায়াদ আহমেদ এর নেতৃত্বে বুধবার (২২ জুন)উপজেলার বাংলাবাজার ও দোহালিয়া ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়।বজ্রপাতে নিহত বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামের শুক্কুর আলী ওরফে আব্দুন নুর ও টিলা ধসে নিহত পেকপাড়া গ্রামের হনুফা বেগমের পরিবারকে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কার্যকরি কমিটির সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন। আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাফর আলী, নুরুল হক, সাংবাদিক আব্দুল মোতালেব ভুঁইয়া, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া, আবুবকর সিদ্দিক ও সমাজসেবি শাহীন আহমেদ প্রমুখ।
এদিকে নৌকাডুবিতে নিহত দোহালিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইমাম উদ্দিন, ভবানীপুর গ্রামের আব্দুল হাসিমের পরিবারকে বৃহস্পতিবার আর্থিকসহায়তা প্রদান করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম।
নেতৃবৃন্দ বলেন, সিলেটে বসবাসরত দোয়ারাবাজার সমিতি নিজ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর।তারই অংশ হিসেবে সাম্প্রতিক দুর্যোগে নিহত ১৪টি পরিবারের পাশে দাঁড়ানো সহায়তা প্রদানের প্রয়াস মাত্র। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশ বিদেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা। এ রিপোর্ট লিখা পর্যন্ত সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আর্থিক সহায়তা (ত্রাণ বিতরণ)প্রদান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি