সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বিনোদন ডেস্ক :ইমো প্রযোজিত ভালোবাসা দিবসে আসছে নতুন একটি মিউজিক ভিডিও। এতে গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
প্রীতম হাসান বলেন, গান আমার আবেগের জায়গা এবং আমি সবসময় আমার ভক্তদের উত্সাহ ও অনুপ্রেরণা জোগাতে গান করি। আমি যখন ইমোর কাছ থেকে গানটি করার প্রস্তাব পাই, তখন ভালোবাসা উদযাপনের ধারণাটি আমার পছন্দ হয়। গানের কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। তাই আমি চেয়েছি এ গানের মাধ্যমে ভালোবাসার সৌন্দর্য এবং বৈচিতর্্য উদযাপন করতে।
আসন্ন মিউজিক ভিডিওটিতে অভিনেতা ইরফান সাজ্জাদকে দেখা যাবে কিউপিড চরিত্রে; বাংলাদেশিদের সঙ্গে ভালোবাসা উদযাপন করতে।
ইমোর ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার হু জানান, আমরা এ বিশেষ দিনটিতে মানুষের মধ্যে আরও আনন্দ এবং সুখ নিয়ে আসার প্রত্যাশায় গানটির আয়োজন করেছি। মানুষের মাঝে ভালোবাসা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের শক্তি জোগায়। বিশেষত এ কঠিন সময়ে যখন আমরা সবাই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভিডিওটি ইমোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মাইপ্ল্যানেট এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি