সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
অনলাইন ডেস্ক
প্রেমিকার জন্মদিনে চুরি করে বিরল প্রজাতির একটি উট উপহার দিয়েছেন প্রেমিক। এ ঘটনায় প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতে এ ঘটনা ঘটেছে।
আল বাইয়ানের বরাত দিয়ে বুধবার খালিজ টাইমস এ তথ্য জানায়।
বুর দুবাই পুলিশ স্টেশনের পরিচালক বিগ্রডিয়ার আবদুল্লাহ খাদিম বলেন, ওই যুগল সিদ্ধান্ত নিয়েছিল তারা থানায় খবর দেবেন যে, তাদের খামারের কাছে উটটি পাওয়া গেছে। কারণ চুরি ধরা খাওয়ার ভয়ে ছিল তারা।
তিনি জানান, থানায় একটি অভিযোগ আসে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই একটি উট চুরি হয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠায়। তবে সেখানে চুরি হওয়ার কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
কয়েকদিন পর পুলিশের কাছে এক ব্যক্তি জানায়, তার ফার্মের কাছে একটি উট পাওয়া গেছে। পরে পুলিশ ওই ব্যক্তির খামারে একটি দল পাঠায়। কিন্তু তারা ওই ব্যক্তির কথা শুনে, তাদের বিশ্বাস হয়নি।
পুলিশ আরও তদন্তের সিদ্ধান্ত নেয়। উটটি চুরি হওয়া ফার্ম ও ওই ব্যক্তির ফার্মের মধ্যে তিন কিলোমিটারের দূরত্ব রয়েছে। তবে ওই বাচ্ছা উটটি হেঁটে এত দূর আসতে পারে না, এমনটাই দাবি পুলিশের।
পরে পুলিশের জেরায় ওই ব্যক্তি চুরির কথা স্বীকার করে জানান, বিরল প্রজাতির উটটির দাম বেশি। তাই প্রেমিকার জন্মদিনে উটটি উপহার হিসেবে দেওয়া হয়। রাতে ফার্ম থেকে উটটি চুরি করেছেন এবং নিজের ফার্মের কাছে উটটি পাওয়া গেছে এমন গল্প সাজান।
বিগ্রেডিয়ার আবদুল্লাহ বলেন, পুলিশ উটটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। উট চুরি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ওই ব্যক্তি ও তার প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি