সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: ভূমধ্যসাগরের তুলোনবন্দরে অবস্থানরত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে স্থানীয় সময় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই বন্দরটি ফ্রান্সের নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকলকর্মী কাজ করেন এবং আগুন নেভানোর জন্য মারসেল দ্বীপ থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়। খবর রয়টার্স ও ফোর্বসের।
সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙর করা ছিল।
ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির এক মুখপাত্র বলেন, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে এখনও পরিপূর্ণভাবে নিভে যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাবমেরিনের কোনো পরমাণু পদার্থ বা অস্ত্রের মাধ্যমে তিনি আহত হননি।
কী কারণে সাবমেরিনটিতে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণুচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি