সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নগরীতে নতুন অন্তর্ভুক্ত খাদিমপাড়া এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সিলেট পাইলস এন্ড পলিপ সেন্টার। নন অপারেটিভ পাইলস এন্ড পলিপ চিকিৎসক ডা. মো. বাহার উদ্দিনের সৌজন্যে খাদিমপাড়ার লালখা টংগী এলাকার আবুল কালাম নুরের বাড়িতে শুক্রবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এসময় আসাদ উদ্দিন আহমদ বলেন- বন্যা পরবর্তীতে বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন পানি বাহিত রোগ বেড়ে গেছে। এসব থেকে জনগণের সুরক্ষা দিতে সরকারের নানামুখি পদক্ষেপ রয়েছে। সরকারের পাশাপাশি এধরণের বেসরকারি উদ্যোগ সহজেই মানুষকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
তিনি বলেন- বন্যার শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের দোর গোড়ায় সকল প্রকার মানবিক সহায়তা পৌছে দিয়েছি। বন্যা পরবর্তীতেও আমরা আপনাদের পাশে থেকে যাতে কোন সমস্যা না হয় তার চেষ্টা করছি। এতে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ, আব্দুল খালিক, আবুল কালাম নুর, শামীম আহমদ সুমন, মীর শাহীন, ইকবাল হোসেন শামীম, যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান সামাদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, মৎস্যজীবী লীগ নেতা মো. রমিজ উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি